Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Trade in business

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা কিন্তু এ উপজেলার অধিংশ মানুষই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। ব্যবসায় বাণিজ্য যে গুলো আছে, তার মান খুব একটা উন্নত নয়। তবে ইদানিং এই উপজেলায় বিভিন্ন স্টক ব্যবসায় বাণিজ্যের যতেষ্ট প্রসার ঘটেছে। বিশেষ করে এই উপজেলায় ধান, পাট, ও কুলের ব্যবসায় সম্প্রসারণ লাভ করেছে। ইহা ছাড়াও কৃষির সাথে সাথে বিভিন্ন ধরনের ছোট খাট ব্যবসায় করে এই উপজেলার মানুষ জীবিকা নির্বাহ করে আসছে। বর্তমানে বাংলাদেশের অন্যান্য জেলার লোকজন এসে বিভিন্ন ধরেনের ব্যবসায় করে যাচ্ছে। সব মিলিয়ে কলারোয়া উপজেলার মানুষ কৃষি ও ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে মোটামুটি অগ্রগতি লাভ করেছে।

 

                                                     সাহসীর সরল প্রান লাক্ষ মানুষেরা,

                                                     বিস্তীর্ণ ধানের ক্ষেত্রে সবুজ বনানী

                                                     সীমান্তে বারিধি কূলে শোভে কলারোয়া,

                                                     যতই ভুলি যায় নাতো ভোলা প্রিয় কলারোয়া।