কলারোয়া আশ্রম
উক্ত আশ্রমটি দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে চলেছে, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন, গরীব মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার সাহায্য, বন্যার্তদের মাঝে খাদ্য বিতরন সহ আরও অন্যান্য সেবা। কলারোয়া পৌরসভার মুরারীকাটি মৌজায় অবস্থিত। কলারোয়া মহিলা বেত্রবতীর নদীর ধার দিয়ে গেলেই মুরারীকাটি ব্রীজ পার হয়ে রাস্তার ডান দিকে আশ্রমটি অবস্থিত। প্রায় ৬৫ শতক জমির উপর নির্মিত । একটি বিবেকানন্দ বিদ্যানিকেতন রয়েছে যেখানে নার্সারী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত শিশুদের বিদ্যাদান করা হয় এবং বিবেকানন্দ সংস্কৃতি অনুষদ রয়েছে যেখানে প্রতি সপ্তাহে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি প্রশিক্ষণ প্রদান করা হয়। শহরের ক্লান্ত মানুষ এখানে বিকালে বিশ্রাম নিতে আসে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS