প্রকৃতিক সম্পদঃ- সুন্দরবন বাংলাদেশের এক অমূল্য সম্পদ। এর প্রাকৃতিক সৌন্দার্য বিচিত্র পশুপাখি, বৃক্ষলতা, ও বিভিন্ন জলজ প্রাণী সব কিছুতেই রয়েছে এর নিজস্ব বৈশিষ্ট্য। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলার ১৭টি উপজেলা নিয়ে ইম্প্যাক্ট জোন প্রকল্প নিয়ে এলাকার অন্তভূক্ত। এই সুন্দরবনের উপর নির্ভর করে এর সীমানার পাশ্ববর্তী জনবসতি এলাকার অসখ্য শ্রমজীবী মানুষ বেঁচে থাকে। এ উপজেলার কৃষির মান খুব উর্বর। ধান, পাট, শস্য সহ বিভিন্ন ধরনের শাক-সবজি প্রচুর পরিমানে উৎপাদন হয়। হলুদ, আদা, পেঁয়াজ রসুনও প্রচুর পরিমাণ উৎপাদিত হয়। অনেকের মন্তব্য এ রকম যে, কলারোয়ার মাটি সোনার চেয়েও খাঁটি। এখানে আম, জাম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন ধরনের ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়।
কলারোয়া উপজেলার উল্লেখ্যের মতো কোন প্রাকৃতিক সম্পদ নাই। তবে এখানে প্রচুর শস্য জন্মে। আর এই শস্য উৎপাদন করেন মৌয়ালিরা। এই মধু খুবই সুস্বাধু। দেশের বিভিন্ন অঞ্চালে এখানকার উৎপাদিত মধু সরবরাহ করা হয়। মধু উৎপাদন করে এখানকার অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS