Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

কলারোয়া উপজেলা ১২টি ইউনিয়ন ও ০১টি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলায় মোট রাস্থার পরিমাণ ৮৫৮ কিলোমিটার ,পাকা রাস্থার পরিমান ১৩৮ কিলোমিটার ,কাঁচা ৭১০ কিলোমিটার আধা পাকা রাস্থার পরিমান ১০ কিলোমিটার, ব্রীজের সংখ্যা ৬১টি ,কালভার্টের সংখ্যা ২৭০৫টি। প্রত্যেক ইউনিয়নের সাথে কলারোয়া উপজেলা পরিষদের যোগাযোগ ব্যবস্থা ভাল। তালা -কলারোয়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান যোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় এ এলাকার অনেক রাস্তা পাকা হয়েছে। কলারোয়া এর সাথে মনিরামপুর, কেশবপুর এর যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে বাস। এছাড়া ইজিবাইক, ভ্যান, ইঞ্জিন চালিত ভ্যান, এ উপজেলার অন্যতম যোগাযোগের বাহন। এছাড়া এ উপজেলার যোগাযোগের বিশেষ বাহন হিসেবে ব্যবহৃত হয় মটর সাইকেল।